রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে লালন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে উপজেলার চক মুক্তারপুর কুবাজের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত লালন একই গ্রামের লাবান আলীর ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, লালন আলীর সাথে একই এলাকার ইয়াসীন আলীর ছেলে উজ্জ্বল আলী (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (৩০) ও আক্কাস আলীর ছেলে দুলাল আলী (৩৪) দের সঙ্গে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে পদ্মা নদীর চর থেকে ৩০০ বোতল ফেনসিডিল হারিয়ে গেলে প্রতিপক্ষরা এর জন্য লালনকে দায়ী করে। শুক্রবার দিবাগত রাতে উভয় পক্ষ চারঘাট পৌরসভাধীন চক মুক্তারপুর কুবাজের মোড়ে অবস্থান করছিল। এসময় মাদকের বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে অভিযুক্ত উজ্জ্বল, সোহাগ ও দুলালসহ কয়েকজন লালনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “প্রাথমিক অবস্থায় আমরা জেনেছি নিহত ও অভিযুক্ত উভয় গ্রুপই মাদক কারবারের সঙ্গে জড়িত। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।”