গজারিয়ায় বালু মহল ডিমার্কেশন, ইজারাদার-গ্রামবাসীর সমঝোতা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩০ পিএম | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩০ পিএম
গজারিয়ায় বালু মহল ডিমার্কেশন, ইজারাদার-গ্রামবাসীর সমঝোতা

মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘদিন   বন্ধ থাকা আদন ড্রেজিং লিমিটেড  নয়ানগর বালু মহল পুনরায় চালু নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ডা: হামিদা মুস্তফা  মহোদয় ও গজারিয়া ভূমি অফিস সার্ভেয়ার কামাল, গজারিয়া নৌ পুলিশ এস আই জাহাঙ্গীর হোসেন,  সরে জমিনে মেঘনা নদী স্পট গুরে বয়া  বসে    বালু মহলটির ডিমার্কেশন করলে পুনরায় চালু হয় কার্যক্রম। তবে নয়া নগর ও বালুরচর গ্রামের লোকজন স্থায়ী বন্ধের দাবিতে ড্রেজারে হামলা চালান।

রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) পুনরায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীকে বোঝান এবং মহলটির সীমানা নির্ধারণ করে দেন। এ সময় ইজারাদার পক্ষ থেকে প্রতিদিন নদীতে একটি প্রতিনিধি দল অবস্থান করার প্রস্তাব দিলে গ্রামবাসী তা মেনে নেন। ফলে নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন রোধে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-গজারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মামুন মেম্বার, কাদির মোল্লা, আজিজ ঢালী, সাফায়েত উল্লাহ, বাসেত মিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে