শেরপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম
শেরপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। নাতনির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসের চাপায় মহিরন বেগম (৫৪) নামে এক নারী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে শেরপুরের নকলা উপজেলার বাদাগৈড় মোড়ে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা বাসের ধাক্কায় তিনি প্রাণ হারান। নিহত মহিরন বেগম নকলা উপজেলার ৭নং টালকি ইউনিয়নের কুচারচর গ্রামের মরহুম রফিজ উদ্দিনের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। অপরদিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বটতলী এলাকায় শনিবার (২৭  সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে ফেরার পথে ঝিনাইগাতী এক্সপ্রেস বাসের চাপায় আহছান আলী (৫৫) নামে এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। তার বাড়ি পশ্চিম কুমড়ী বাজিতখিলা এলাকায়। তিনি একটি ওয়েল্ডিং মেশিনের দোকানে কাজ করতেন। এ সময় অটোরিকশার আরও ৪ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঝিনাইগাতী এক্সপ্রেস ও নকলায় সোনার বাংলা বাস দুটিকে আটক করা হলেও চালকরা পালিয়ে যায়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান ও শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম জানান, ঘাতক বাস দুটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে