আশুগঞ্জ নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্দর অচল

এফএনএস (মো: আক্তারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ পিএম
আশুগঞ্জ নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্দর অচল

আশুগঞ্জ নৌযান শ্রমিকদের নিরাপত্তা সহ সারাদেশের ন্যায় ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ আর্ন্তজাতিক বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। দুদিনধরে নৌযান কর্মবিরতি থাকায়  আশুগঞ্জ বন্দরে অর্ধশতাধিক পন্যবাহী কার্গোজাহাজ আটকা পড়েছে আশুগঞ্জ বন্দরে।নৌযান শ্রমিকরা কর্মবিরতি পালন করার কারণে কার্গোজাহাজ থেকে সবধরনের পন্য লোড-আনলোড  বন্ধ রয়েছে।এতে বন্দরের শ্রমিক এবং জাহাজ মালিকরা বিপাকে পড়েছেন।আশুগঞ্জ বন্দরে আটকা পড়েছে সার,সিমেন্ট,পাথর ও ধানবাহী জাহাজ।কর্মবিরতি পালণ করার কারণে এসব পন্যবাহী জাহাজ থেকে কোন লোড-আনলোড করা যাচ্ছে না।কর্মবিরতির ফলে কার্যত আশুগঞ্জ বন্দর অচল হয়ে পড়েছে।

বাংলাদেশ কার্গোভেসেল নৌযান শ্রমিক নেতা হাবিবুল্লাহ বাহার মাষ্ঠার জানান,আমাদের নৌপথে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমাােদও কর্মবিরতি চলছে এবং চলবে। সুমন শিপিং লাইন্সের স্বত্কাধিকারী সুমন বলেন,শ্রমিকদের কর্মবিরতি সম্পুর্ন অবৈদ।কারণ যে ঘটনা চাদপুে ঘটেছে তার জন্য জাহাজ মালিক বা সরকার কেউ দায়ী নয়।দায়ী ম্রমিকরা। শ্রমিকদের দ্বারা ঘটনার জন্য মালিকদের দায়ী করা হচ্ছে।যা কোনভাবেই মেনে নেওয়া যায়না।আশুগঞ্জ কার্গোভেসেল মালিক সমিতির সভাপতি নাজমুল হোসেন হামদু  ফোনে বলেন নৌযান শ্রমিকদের অযৌক্তিক কর্মবরতির কারণে আশুগঞ্জ বন্দরে অর্ধশতাধিক পন্যবাহী জাহাজ আটকে থাকায় জাহাজ মালিকরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হচ্ছে।তিনি সকর্মবিরতি প্রত্যাহাওে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার জেলার সংবাদ পড়তে