২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের ক্রীড়াবিদদের Post Athlete Career Development এর উপর প্রথমবারের মত আয়োজিত হলো দুইদিন ব্যাপী "Athlete365 Career+" শীর্ষক কর্মশালা সম্পূর্ণ হয়েছে।
কর্মশালায় বিভিন্ন ফেডারেশন হতে ২০ হতে ৩০ বছর বয়সী ৪০ জন ক্রীড়াবিদ অংশগ্রহন করেন। উক্ত কর্মশালাটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মনোনীতMaster Educator Mrs. Sharon Springer। তিনি বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের Head of Education Programme হিসেবে কর্মরত রয়েছেন।
উক্ত কর্মশালার প্রথম দিনে ক্রীড়াবিদদের "Self Discovery" এর উপর অর্থাৎ'Strength & Values', 'Interest & Skills', 'Passion & Impact' শীর্ষক বিষয়ে চারটি সেশন আয়োজিত হয়েছে যা থেকে ক্রীড়াবিদগণ তাদের নিজেদের সক্ষমতা, মূল্যবোধ, আগ্রহ, আবেগসহ ইত্যাদি আত্ম উপলব্ধি করতে পারেন যা তাদের ভবিষ্যত পরিকল্পনা করতে সাহায্য করবে। কর্মশালার দ্বিতীয় দিনে ক্রীড়াবিদদের বিভিন্ন কর্মসংস্থানে আবেদনের জন্য নিজেদের 'Purpose & Planning' সহ অন্যান্য নথিপত্র তৈরীর কার্যকরী কৌশল এর উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২:৩০ টার সময় উক্ত কর্মশালার সার্টিফিকেট বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বিওএ'র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি তাঁর সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, Athlete365 Team Ges Master Educator Dr. Sharon Springer সহ কর্মশালা আয়োজনের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন এবং ক্রীড়াবিদদেরকে এই কর্মশালা হতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের Post Career তৈরীর জন্য দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিওএ'র কোষাধ্যক্ষ এ'কে সরকার, বিওএ'র সদস্য জনাব আসাদুজ্জামান কোহিনুর, বিওএ সদস্য এবং এ্যাথলেট কমিশনের চেয়ারম্যান মিসেস ফারহাদ জেসমিন লিটি, বিওএ'র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।