বরিশালের মুলাদীতে মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলেরা। রোববার বেলা ১১টায় মুলাদী পৌরসভা চত্বর থেকে মিছিল শুরু করে উপজেলা পরিষদ চত্বরে শেষ করে জেলেরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে জেলেদের থেকে মাসোহারা, হয়রানি, বৈধ জাল পুড়িয়ে দেওয়া, মাসোহারা দিলে অবৈধ জাল দিয়ে মাছ ধরার সুযোগ দেওয়াসহ নানান অভিযোগ করেন বিক্ষোভকারী জেলেরা। মৎস্য কর্মকর্তার অপসারণ না হলে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা পরিষদ ঘেরাও করাসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. ইব্রাহীম মোল্লা, গাছুয়া ইউনিয়নের জেলে জামাল ব্যাপারী, আরিফ খান, পারভেজ আকন, আশিক ঘরামী, রবিউল হাসান, চরকালেখান ইউনিয়নের জেলে মোস্তফা খান, মেজবা উদ্দীন সরদার, বাবুল আকন, মোকছেদ খান, হোসেন ব্যাপারী, সফিপুর ইউনিয়নের জেলে মিজানুর রহমান, সফিউল্লাহ, জাকির হোসেন তালুকদার, কাজিরচর ইউনিয়নের জেলে ফরিদউদ্দিন ভূইয়া, হুমায়ুন কবির, জিয়াউল হক, মিজানুর রহমান, পৌরসভার জেলে মোহাম্মাদ আলি দর্জি, কুট্টি দর্জি, জাহাঙ্গীর ব্যাপারী, দুলাল দর্জিসহ উপজেলা ও পৌরসভার সাধারণ জেলেরা।
মানববন্ধনে জেলেরা বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মুলাদীতে যোগদানের পর থেকে নানান অনিয়মে জড়িয়ে পড়েছেন। মাসোহারা নিয়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সুযোগ দিচ্ছেন অসাধু জেলেদের। সামনে ইলিশের প্রজনন মৌসুম। ওই মৌসুমে এই কর্মকর্তা দিয়ে সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে না। তাই দ্রুত তাকে অপসারণ করতে হবে। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।