দৌলতপুরে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ১২টি মন্ডপে দুর্গোৎসব শুরু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৫ এএম
দৌলতপুরে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ১২টি মন্ডপে দুর্গোৎসব শুরু

কুষ্টিয়ার দৌলতপুরে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ১২টি মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পুজা মন্ডপ গুলোতে প্রয়োজনীয় সংখ্যক আনসার মোতায়েনসহ আইনশৃঙ্খার বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার শুরু হয়েছে। 

রোববার (২৮ শে সেপ্টেম্বর) বেলা ১১ টায় খলিসাকুন্ডি মিস্ত্রিপাড়া মাতৃমন্দির, খলিসাকুন্ডি দাসপাড়া কালী মন্দির ও সন্ধ্যার পর আল্লারদর্গা  সর্বজনীন শ্রী শ্রী শিব-দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।  এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ হারুন আর রশিদ, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ আহমেদ, খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসীন আলী, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সবুর মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল, উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক হাসান আহমেদ, আল্লারদর্গা সর্বজনীন শ্রী শ্রী শিব-দুর্গা মন্দিরের সভাপতি অমিত কুমার সরকার, খলিসাকুন্ডি মিস্ত্রিপাড়া মাতৃমন্দিরের সভাপতি নিশিত কুমার রায়, সেক্রেটারি সুকুমার রায়, খলিসাকুন্ডি দাসপাড়া কালী মন্দির কমিটির সভাপতি নিল কুমার দাস, সেক্রেটারি ভূপতি কুমার দাস প্রমূখ।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন,হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সকলের এই দেশ।  সকলের ধর্মীয় উৎসব তাদের ধর্মীয় রীতি নীতি অনুসরণ করে পালন করবে এটাই স্বাভাবিক।

হিন্দু ধর্মালম্বী ভাইয়েরা বোনেরা শারদীয় দুর্গোৎসব  উদযাপন করতে গিয়ে যদি কোন ধরনের আশঙ্কা মনে করেন তাৎক্ষণিক আমাকে অথবা আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে অবহিত করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও আপনাদের নিরাপত্তা ব্যবস্থা দেয়ার জন্য প্রস্তুত থাকবো।

বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুরে হিন্দু ধর্মালম্বীরা দুর্গা উৎসব যাতে করে সুন্দর ভাবে পালন করতে পারেন সেজন্য উপজেলা বিএনপির মনিটরিং সেল খোলা হয়েছে। আপনারা ওনাদের মোবাইল নাম্বারটি সংগ্রহ করে রাখবেন। পূজা সংশ্লিষ্ট যেকোনো ধরনের সমস্যায় যোগাযোগ করলে সমস্যা সমাধানে বিএনপি নেতা কর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে