সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী ও সংগীত শিল্পী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ। তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং সাতক্ষীরা বর্ণমালা একাডেমির পরিচালক। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের পিটিআই মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন শামিমা পারভীন রত্না। ওই সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, শহরের সুলতানপুর ক্লাবে শেখ হাসিনার জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীমা পারভীন রত্মা।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুলতানপুর ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন পুলিশ গিয়ে রত্নাকে আটক করে থানায় নিয়ে যায়।