নীলফামারীতে সাড়ে ৫ লাখ শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৬ পিএম
নীলফামারীতে সাড়ে ৫ লাখ শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা

নীলফামারীতে ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭টি শিশুকে দেয়া হবে  টাইফয়েড টিকা।  এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ৮০ হাজার ৫’শ ৫টি এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভুত ১ লাখ ৭৯ হাজার ৩২ টি। আগামী ১২অক্টোবর থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়ে চলবে মাসব্যাপী। ২৯ সেপ্টেম্বর নীলফামারী ইপিআই মিলনায়তনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা.আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলমসহ অনেকে। অবহিতকরণ সভায় টিকাদান কর্মসুচির কার্যক্রম উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা.আতিউর রহমান শেখ।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুকে বিনামুল্যে টাইফয়েডের এক ডোজ টিকা প্রদান করা হবে। টাইফয়েড জ্বর প্রতিরোধে সারাদেশে একমাস জুড়ে এই টিকাদান কর্মসুচি পরিচালিত হবে। 

তিনি বলেন, অনলাইনের মাধ্যমে নিবন্ধন ছাড়াও তাৎক্ষনিক ভাবে টিকাদান করা হবে আগত শিশুদের।

আপনার জেলার সংবাদ পড়তে