ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে ওভারপাস থেকে ট্রাক পড়ে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৭ পিএম | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৭ পিএম
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে ওভারপাস থেকে ট্রাক পড়ে রিকশাচালকের মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের লিংক রোডে ওভারপাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাওয়া ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দ্রুতগামী একটি ট্রাক সড়কের ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। সে সময় বৃষ্টি হচ্ছিল এবং অটোরিকশাচালক মোহর উদ্দিন ওভারপাসের নিচে রিকশা থামিয়ে বসেছিলেন। হঠাৎ ওপর থেকে পড়ে আসা ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শরীফুল বলেন, দুর্ঘটনার পর মোহর উদ্দিনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহরের বয়স ৩৫ বছর বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীও আহত হন। তবে তারা ঘটনার পরপরই ট্রাক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে ঝুলে থাকা ট্রাকটিকে সড়ক থেকে সরিয়ে নেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে অভিযান চালান এবং ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ওসি শরীফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে