জামালপুর-৩ আসনের নতুন প্রার্থীতা ঘোষণা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৭ পিএম
জামালপুর-৩ আসনের নতুন প্রার্থীতা ঘোষণা

 আগামী সংসদ নির্বাচনে মেলান্দহ উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান শুভ নিজেকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থীতার ঘোষণা করেছেন। ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি’র একাংশের কর্মী সমাবেশে সাংবাদিকদের সাথে প্রেস ব্র্রিফিংকালে তিনি এই ঘোষণা দেন।

ঘোষেরপাড়া এলাকার প্রবীন বিএনপি’ নেতা ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন-মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মিশু, ঘোষেরপাড়া যুবদলের সাবেক সভাপতি উজ্জল মিয়া, যুবদল নেতা মিস্টার প্রমুখ ব্যাক্তিবর্গ এ সময় বক্তব্য রাখেন। কর্মী সমাবেশটি জনসভায় পরিণত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে