হাতিয়ায় সন্ত্রাস চাঁদাবাজির ঠাঁই নেয়: মাহবুবের রহমান শামীম

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৩ পিএম
হাতিয়ায় সন্ত্রাস চাঁদাবাজির ঠাঁই নেয়: মাহবুবের রহমান শামীম

হাতিয়াতে সন্ত্রাস,  চাঁদাবাজ ও দখল বাজদের  ঠাঁই হবে না। যারা জনগণের অধিকার খর্ব করতে চাই, আমরা আপনাদের  সাথে নিয়ে তা প্রতিহত করবো । এত সুন্দর হাতিয়া বিগত সরকারের আমলে  যাতায়াত ব্যাবস্থারও কোন উন্নয়ন হয়নাই। চব্বিশের জুলাই - আগস্টে ছাত্র  জনতার অভূত্থানে সব চেয়ে বেশি ভূমিকা পালন করছে জাতীয়তাবাদী ছাত্র দল।সংখ্যালগু কিংবা সংখ্যাগুরু নয়, আমরা সবাই  বাংলাদেশি।

হাতিয়া উপজেলা ও পৌরসভা ছাত্র দলের নতুন কমিটি নিয়ে আনন্দ মিছিল ও  সমাবেশে উপজেলা শহর উছখালীতে   প্রধান অতিথির ভাষণে বিএনপির  কেন্দ্রীয়   নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  ( দায়িত্ব প্রাপ্ত  চট্টগ্রাম বিভাগ)  মাহবুবের রহমান শামীম এই কথা বলেন, এসময় তিনি আরো বলেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে হাতিয়ার যাতায়াত,  নদী ভাঙ্গন ও পর্যটন সহ সকল সমস্যা  গুলো নিয়ে কাজ করবো ইশ্নআল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, সাবেক সভাপতি মো:আলা উদ্দিন রনি, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ,লুৎফুল্লাহিল মাজিদ নিশান, পৌর বিএনপির সাবেক সভাপতি প্রফেসর  মোকাররম বিল্লাহ সাহাদাত,উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, যুগ্ন আহবায়ক আইয়ুব চৌধুরী, পৌরসভা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু,সদস্য সচিব ফরহাদ হাছান ও হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব মাকসুদ সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে