প্রশাসনে জামায়াত-শিবিরপন্থিদের বসানো হচ্ছে: রিজভীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম
প্রশাসনে জামায়াত-শিবিরপন্থিদের বসানো হচ্ছে: রিজভীর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রশাসনে খুঁজে খুঁজে জামায়াতপন্থি ও শিবির-সংযুক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এক মন্তব্যের জবাবে সোমবার (২৯ সেপ্টেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে এখন এমন অনেক কর্মকর্তাকে বসানো হচ্ছে যাদের ছাত্রজীবনের অতীত শিবির সংশ্লিষ্টতায় চিহ্নিত করা যায়। তিনি দাবি করেন, এই ধরনের পক্ষপাতদুষ্ট পদায়ন হলে রাষ্ট্র কখনোই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না। তার মতে, “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করতে হলে প্রশাসনকে অবশ্যই দলমত নির্বিশেষে নিরপেক্ষ রাখতে হবে।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার মন্তব্য করেছিলেন, সরকার পতনের পর বিএনপি-জামায়াত অন্তর্বর্তী সরকারের প্রশাসন নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। এ প্রসঙ্গে রিজভী পাল্টা বলেন, “কোথায় সেই ভাগ-বাটোয়ারা? বরং এক নির্দিষ্ট ইসলামপন্থি দলের অনুসারীদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে।” তিনি উদাহরণ টেনে বলেন, ছাত্রদল পটভূমির কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হলেও জামায়াতপন্থি কর্মকর্তাদের পদোন্নতি ও প্রভাব বাড়ানো হয়েছে।

সম্প্রতি বদলি হওয়া জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানের প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, তিনি সবসময় বিএনপির বিরোধিতায় সক্রিয় ছিলেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা সাজানোর কাজে ভূমিকা রেখেছেন।

সংবাদ সম্মেলনে রিজভী খাগড়াছড়ি ও তৈরি পোশাক খাতে অস্থিরতা প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং একটি চক্র পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশবিরোধী “মাস্টার প্ল্যান” ব্যর্থ করতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ ছাড়া রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালি মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে রিজভী বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন রাজনৈতিক দল নয়; তারা অন্য দেশের একটি রাজনৈতিক দলের শাখা হিসেবে কাজ করে। তার মতে, বিএনপির পরিচয় এ দেশের মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত, কিন্তু জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদের স্বাতন্ত্র্য হারিয়ে ফেলেছে।

তিনি পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের সংস্কৃতি বহু ধর্মের সমন্বয়ে সমৃদ্ধ, যেখানে বিভেদ নয় বরং সহাবস্থানই মূল ভিত্তি। রিজভীর ভাষায়, “ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্ত্বা এক, এখানেই বাংলাদেশের সৌন্দর্য।”

আপনার জেলার সংবাদ পড়তে