রাজধানী ঢাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার লাগামহীন চলাচল এখন এক বড়ো চ্যালেঞ্জে পরিণত হয়েছে। উড়ালসড়ক, প্রধান সড়ক, সরু গলি-সব জায়গায়ই এই অনুমোদনহীন বাহনের দাপট। উচ্চগতির রিকশাগুলো হঠাৎ ব্রেক, দ্রুত মোড় নেওয়া, ট্র্যাফিক আইন অমান্য করে চলার কারণে সড়কে আতঙ্কের নাম হয়ে উঠেছে। সিগন্যাল ভাঙা, উল্টো পথে চলা, যাত্রী নিয়ে বেপরোয়া গতি, সব মিলিয়ে রাজধানীর ট্র্যাফিক ব্যবস্থাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে এই যানগুলো। বাংলাদেশের যোগাযোগব্যবস্থায় রিকশা একসময়ে শহর থেকে গ্রাম, সর্বত্রই স্বল্প দূরত্বের যাতায়াতের অন্যতম প্রধান বাহন হিসেবে প্রতিষ্ঠিত ছিল। মাটি ছোঁয়া জনজীবনের সঙ্গে এই তিন চাকার বাহনের বন্ধন ছিল গভীর ও প্রাসঙ্গিক। সহজলভ্যতা, পরিবেশবান্ধবতা এবং কম খরচে চলাচলের সুবিধা- সব মিলিয়ে রিকশা ছিল সাধারণ মানুষের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির ছোঁয়ায় যখন এই রিকশা রূপ নেয় ব্যাটারিচালিত অটোরিকশায়, তখন থেকেই শুরু হয় নানাবিধ জটিলতা। এই পরিবর্তনটি একদিকে যেমন মানুষের চলাচলে কিছুটা আরাম এনেছে, অন্যদিকে তেমনি সৃষ্ট করেছে বিপজ্জনক পরিস্থিতি, যা এখন গোটা দেশের সড়ক ব্যবস্থাকে এক গভীর সংকটে ঠেলে দিয়েছে। প্রথমদিকে শহরাঞ্চলে সীমিত পরিসরে ব্যাটারিচালিত রিকশা দেখা গেলেও বর্তমানে এটি ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় মহাসড়ক পর্যন্ত। একটি যান যা মূলত গ্রামীণ ও আঞ্চলিক সড়কের জন্য তৈরি, সেটিই আজ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে- ট্রাক, বাস, অ্যাম্বুলেন্সসহ উচ্চগতিসম্পন্ন যানবাহনের পাশাপাশি। অথচ মহাসড়ক একটি নির্দিষ্ট শ্রেণির যানবাহনের জন্য নির্ধারিত-যেখানে ধীরগতির, অনিয়ন্ত্রিত ও নিরাপত্তাহীন বাহনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। হাইকোর্ট কর্তৃক জারিকৃত নির্দেশনায় মহাসড়কে এ ধরনের অটোরিকশার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বাস্তবে তার প্রয়োগ কোথাও চোখে পড়ে না। এই বেআইনি ও বেপরোয়া চলাচল প্রতিনিয়ত বাড়িয়ে তুলছে দুর্ঘটনা, প্রাণহানি এবং পথচারীদের ভোগান্তি। ব্যাটারিচালিত এই রিকশায় একবার উঠলে চালকেরা আর সামনে-পেছনে তাকানোর সুযোগ পান না। ফলে হঠাৎ ব্রেক কিংবা অপ্রত্যাশিত মোড় নেওয়া; যাত্রীদের জন্য যেন এক টুকরো ভয়ের অভিজ্ঞতা। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুতগতির গাড়ি থেকে শুরু করে সাধারণ পথচারী- সবাই পড়ছেন বিপদের মুখে। তবুও থামছে না ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য। এই মুহূর্তে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার লাগামহীন চলাচল শুধু যানজট নয়, বরং নাগরিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। তাই দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।