মেলান্দহে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৭ এএম
মেলান্দহে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্র শাওন আহমেদ (১৪)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ ডিসেম্বর দুপুরের দিকে মাহমুদপুর ইউনিয়নের যমুনার শাখা কেকরা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শাওন চরগোবিন্দি বঙ্গবন্ধু স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। সে চরগোবিন্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান-৬দিন আগে শাওন নিখোঁজ হয়। সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়দের মাঝে হইচই পড়ে যায। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেন (২০), বিদ্যুৎ (১৬) এবং সুমন (১৮) এই তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তদন্তের পর মৃত্যুর বিস্তারিত জানা যাবে।


আপনার জেলার সংবাদ পড়তে