গণঅধিকার পরিষদের মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলে’র মামুন

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ এএম
গণঅধিকার পরিষদের মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলে’র মামুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলের মামুন। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। স্বদল বলে ঘুরছেন শারদীয় দূর্গা মন্ডবে মন্ডবে। 

মনোনয়ন বিতরণে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিউজ্জামান, জিল­ু খান যুগ্ম সাধারণ সম্পাদক, ইলিয়াস হোসেন ক্রিয়া সম্পাদক, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন-ইয়ামিন মোল্লা সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মুহাম্মদ তোহা, রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ। সোমবার নির্বাচনী এলাকায় ফিরে এসে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাতার স্বার্থে ভিপি নুরের নেতৃত্বে রাজনীতির সূচনা করেছি। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে হামলা,মামলা,জেল জুলুম রিমান্ড ও নির্যাতন সহ্য করে আজ এ পর্যন্ত এসেছি। এর প্রতিদান আশা করি ঠাকুরগাঁও-৩ আসনের মানুষ আমাকে দিবে। ট্রাক মার্কা বিজয়ী হলে এলাকার নির্যাতিত-নিপীড়িত মানুষের কল্যানে এলাকার উন্নয়নে যুব সমাজের বেকারত্বদূর করতে আজীবন কাজ করে যাবো।

আপনার জেলার সংবাদ পড়তে