হোমনায় দুর্গোৎসবে এপিএস মতিন খানের শুভেচ্ছা

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৩ পিএম
হোমনায় দুর্গোৎসবে এপিএস মতিন খানের শুভেচ্ছা

প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি মণ্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি পূজা উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে তিনি বলেন, দুর্গোৎসব শান্তি ও সম্প্রীতির প্রতীক। সবাই যেন আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সেটিই আমাদের কামনা।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারীরা মতিন খানের আগমনকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন।

তার সফরে হোমনা এবং তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবার হোমনা উপজেলায় ৪৭ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পূজামণ্ডপ ও দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক বিজিবির টহল রয়েছে।

প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাপনায় হোমনা উপজেলার পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভক্তদের ভিড় উপচে পড়ছে এবং পূজা শান্তিপূর্ণভাবে চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে