কিশোরগঞ্জে দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৫ পিএম | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৫ পিএম
কিশোরগঞ্জে দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাটি ও মানুষের দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকা - পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ১৭ পেরিয়ে ১৮তে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা বারোটায় কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে পত্রিকাটির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ, কে নাসিম খানের সভাপতিত্বে পত্রিকাটির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. শফিক কবীরের স্বাগত বক্তব্যে ও সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা ইট  ভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামান, জেলা জাসাস এর আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন রিপন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, প্রেসক্লাবের সাংবাদিক সদস্য শামসুল আলম সেলিম, সাংবাদিক ও লেখক মো. আমিনুল হক সাদী, কাউছার আহমেদ টিটু, শহীদুল ইসলাম পলাশ, মোস্তফা শাওন, আসাদুজ্জামান লিপন, খায়রুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশ কণ্ঠ ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। দৈনিক বাংলাদেশ কণ্ঠ’র উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে