বাংলাদেশকে কোনো শক্তিই উপনিবেশে পরিণত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে একটি পরাজিত শক্তি নাশকতার পরিকল্পনা করেছিল। তবে দেশের মানুষ সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, অতীতের মতো এবারও ষড়যন্ত্র সফল হয়নি। দেশের সব ধর্ম-বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখেছে। ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, কিন্তু জনগণের ঐক্য সেই বেড়াজাল ছিন্ন করেছে। সম্প্রীতির বন্ধনই অপশক্তির পরিকল্পনা ব্যর্থ করেছে।
তিনি আরও বলেন, পূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই উৎসব প্রতিটি মানুষের মাঝে আনন্দ, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিয়েছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যাতে কোনো ধরনের উসকানি বা হামলার সুযোগ তৈরি না হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।