চীনের হাসপাতালটি সৈয়দপুরে করার দাবিতে মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০১ পিএম | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০১ পিএম
চীনের হাসপাতালটি সৈয়দপুরে করার দাবিতে মানববন্ধন

চীন সরকারের প্রতিশ্রুতি ১ হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীর সৈয়দপুরে করা হোক। এ দাবিতে সৈয়দপুরের সর্বস্তরের মানুষ নামক একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। ৩০ সেপ্টেম্বর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচীর আয়োজন ছিল। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশ নেন। 

এ সময় বক্তব্য বলেব,সংগঠনের আহবায়ক আসলাম আলী পারভেজ। তিনি বলেন, ভৌগলিক দিক দিয়ে সৈয়দপুরের গুরুত্ব নীলফামারী জেলার চেয়ে অনেক বেশি। এছাড়াও বক্তব্য বলেন, প্রভাষক শিউলী বেগম, চিকিৎসক দেলোয়ার হোসেন, প্রভাষক আলমগীর সরকার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খন্দকার আবিদা সুলতানা, নারী উদ্যোক্তা নাজনীন বেগম, সমাজসেবী মনোয়ার হোসেন, বিএনপি নেতা দুলাল হোসেন প্রমুখ।  

বক্তারা বলেন, সৈয়দপুর হচ্ছে রংপুর-দিনাজপুর জেলার মধ্যবর্তী স্থান। জনপদটি অতিত থেকে শিল্প সমৃদ্ধ। আকাশ, সড়ক ও রেলপথে সারাদেশে যোগাযোগ রয়েছে সৈয়দপুর থেকে। এ এলাকার লাখ জনতা চায় সৈয়দপুর সংলগ্ন এলাকায় হাসপাতালটি গড়ে উঠুক।

 সৈয়দপুরে চীনের অনুদান দেয়া এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে উঠলে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষ এ হাসপাতালে চিকিৎসা সেবা পাবে। কারণ সৈয়দপুরের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল। 

সৈয়দপুর থেকে আকাশ পথ, রেলপথ ও সড়ক পথে ঢাকাসহ উত্তরের জেলাগুলোর যোগাযোগ সহজ। তাই ওই হাসপাতালটি সৈয়দপুরে করার দাবিতে একত্রিত হয়েছে সর্বস্তরের মানুষ নামে একটি সংগঠন।

আপনার জেলার সংবাদ পড়তে