পিরোজপুরে ভ্যানের ধাক্কায় ব্রীজের রেলিং ভেঙে পড়ে...

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৩ পিএম
পিরোজপুরে ভ্যানের ধাক্কায় ব্রীজের রেলিং ভেঙে পড়ে...

পিরোজপুরের অষ্টম চীন-মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংএ ধাক্কা লেগে রেলিং এর একটি অংশ ভেঙে যায়। মঙ্গলবার সকালে বেকুটিয়া সেতুর কাউখালী উপজেলা প্রান্তে এ ঘটনা ঘটে। এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

খবর পেয়ে পুলিশ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি উদ্ধার করে। ভ্যানটি বর্তমানে কাউখালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাৎক্ষণিকভাবে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত কাজ শুরু  করে সওজ বিভাগ। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা একটি পিকআপ ভ্যান পিরোজপুর- বরিশাল সড়কের বেকুটিয়া ব্রিজের কাউখালী প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এ ধাক্কা দেয়। এতে রেলিং এর একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ওই সময়ে পিকআপ ভ্যানের চালক কোনমতে পিকাপটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে বড় কোনো দুর্ঘটনা থেকে পিকআপটি ও এর চালকসহ অন্যরা প্রাণে রক্ষা পায়।  

এ ব্যাপাওে পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, একটি পিকআপ ভ্যান মঙ্গলবার ভোরে  বেকুটিয়া ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়, এতে  রেলিং এর একটি অংশ ভেঙে যায়। সেতুটি তাৎক্ষণিক মেরামতের কাজ চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে