শারদীয় দূর্গোৎসব কে ঘিরে সিংড়া পৌরসভার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম (এসপি)। সোমবার রাত ৯ টায় সিংড়া পৌরসভার কেন্দ্রীয় ঠাকুরবাড়ি, মরিচপট্রি, দমদমা দশভূজা, গিরীজাকান্ত দূর্গা মন্দির সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুলিশ সুপার। এসময় মন্দিরে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা এবং সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল নুর মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান, ওসি তদন্ত শফিকুল ইসলাম প্রমূখ।