হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি, কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া মেম্বার (৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে শাহজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউ/পি সদস্য এবং তেলিয়াপাড়া এলাকার সাবেক মেম্বার আইয়ুব আলীর ছেলে। মঙ্গলবার ভোর রাতে থানার এস.আই শাহানুর তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লা জানান রুবেল মেম্বার বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলীর ঘনিষ্টজন হিসাবে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলন কারীদের উপর হামলা-মারধোর, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমান অর্ন্তবতিকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগানে একাধিক গোপন বৈঠক করে। ইতিপূর্বে সাতছড়ি থেকে গাছ চুরি করে নিয়ে আসার সময় গ্রেফতার হয়। সে তার ভাই রাশেল মিয়াকে নিয়ে তেলিয়াপাড়া চা বাগান কেন্দ্রীক মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেন। তাছাড়া চুরি ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে।