মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি) বলেন, যারা পিআর পদ্ধতি চান, তাদের জনগণের উপর আস্থা নেই। এ জন্যই তারা পিয়ার পদ্ধতি চান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এ সকল কথা বলেন।
তিনি আরো বলেন,৫ই আগস্ট যদি সংঘটিত না হতো, ওরা আওয়ামী লীগের কাপড়ের নিচ থেকে বের হতো না। তাই আমাদের মদিনার ইসলামই আমাদের ইসলাম-এর বাইরে আর কোনো ইসলামের প্রয়োজন নেই।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, কুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদশা মিয়া, কুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলু হাওলাদার, মাদারীপুর জেলা ছাত্রদলের মো. ইকবাল হোসাইনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।