সামান্য ভুলের জন্য প্রায় ৪ লক্ষ টাকাসহ ৩টি মোবাইল সেট হারালেন ঘোড়াঘাট পৌর এলাকার আযাদমোড় মার্কেটের বিকাশ ব্যবসায়ী মুরাদ হোসেন।তিনি ঘোড়াঘাট পৌর মহল্লার বলদিয়া পাড়ার শাহ আলমের ছেলে। এ ব্যপারে ভুক্তভোগী মুরাদ ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় বাইসাইকেলে করে টাকার ব্যাগ ও মোবাইল সেটসহ বিকাশের অন্যান্য সামগ্রী নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাইকেলটি একটি বাঁশের খুটিতে হেলান দিয়ে রেখে দোকানের তালা খোলার এক পর্যায়ে পিছনে ফিরে দেখেন সাইকেল থেকে টাকার ব্যগটি উধাও হয়ে গেছে।পরে আশেপাশের লোকজন ও ব্যবসায়ীদেরকে বিষয়টি অবগত করেন। খোঁজাখুঁজি করে টাকার ব্যগটি না পেয়ে অবশেষে ঘোড়াঘাট থানার আশ্রয় গ্রহন করেন। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন কোন দুর্বৃত্ত আগে থেকেই তাকে অনুসরণ করছিলো । সুযোগ বুঝে সে টাকার ব্যাগটি চুরি করে পালিয়ে যায়।