কোটচাঁদপুর পল্লীতে ডাকাতি

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ এএম
কোটচাঁদপুর পল্লীতে ডাকাতি

ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লীতে এক পশু চিকিৎসকের বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা চকলেট বাজী ফুটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ প্রায় ৩লক্ষাধীক টাকার মালামাল লুট করে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালসার ঘাগা গ্রামে।

বাড়ী মালিক ভুক্তভোগী পশু চিকিৎসক সুবল চন্দ্র পরামানিক জানান- শুক্রবার তার বাড়িতে হালখাতা ছিল। এই হালখাতা উপলক্ষে তার মেয়ে ও জামাই বাড়ীতে বেড়াতে আসে। রাত সাড়ে ১০টার দিকে জামাই ঘর হতে বাইরে বের হতে গেলে বাইরে ওৎ পেতে থাকা ৪/৫ জনের ডাকাতদল জামাইকে ধরে ফেলে। সেই সাথে তার বাম হাতে ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে মেয়ে জামাই অরুণ চন্দ্র রায় রক্তাক্ত জখম হয়। এসময় ডাকাত দল ঘরে ডুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুটি ঘর তছনচ করে। তারা নগদ ২লাখ টাকা ও ১ ভরি স্বর্ণের গহনা নিয়ে ২০/২৫ মিনিটের মধ্যে দ্রুত বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার  সময় তারা ৮/১০টি চকলেট বাজী ফুটিয়ে আতংঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এ বিষয়ে ওই এলাকার সাবেক মেম্বর নারায়ন চন্দ্র ঘোষ বলেন- অনেকে বোমার শব্দের কথা বললেও ওটা বোমার শব্দ বলে আমার মনে হয়নি। চকলেট বাজীর শব্দ বলে আমার মনে হয়েছে। এই শব্দ শুনেই আমি ঘটনাস্থলে আসি ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয় ফাঁড়ি পুলিশকে খবর দিলে   পুলিশ ঘটনাস্থলে আসে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন- খবর পাওয়ার সাথে সাথে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার বিস্তারিত শুনে থানায় লিখিত অভিযোগের পরামর্শ দিয়ে এসেছি। তবে তারা এখনো (শনিবার দুপুর ২টা) অভিযোগ করেনি। তার পরও পুলিশ বিষয়টি নিয়ে ইতি মধ্যেই কাজ শুরু করেছে।


আপনার জেলার সংবাদ পড়তে