ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর গোপালপুর ও মৈনট ঘাটে লঞ্চ/ষ্পিডবোর্টের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োাজন করেন প্রশাসন।
এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উক্ত নৌরুটের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং দুর্ঘটনা প্রতিরোধে সভায় আলোচনায় অংশ নেন, ফরিদপুর নৌ-পুলিশের এসআই আব্দুল আজিজ, বিডাব্লুটিএ’র এসআই ফরিদ হোসেন, উপজেলা বিএনপি নেতা মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, মোঃ শাহজাহান শিকদার, ষ্পিডবোট মালিক বাবুল শিকদার, সাংবাদিক আব্দুস সবুর কাজল ও লঞ্চ/ষ্পিডবোর্টের ড্রাইভারবৃন্দ।
সভায় উক্ত নৌরুটের লঞ্চ/ষ্পিডবোর্টের যাত্রীদের নিরাপত্তা রক্ষায় লাইফ জ্যাকেট ও বয়া সংরক্ষন বাধ্যতামূলক করা হয়। জরুরী প্রয়োজন ছাড়া রাত্রি বেলায় নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়। ব্যাবহৃত নৌযানের ধারন ক্ষমতা অতিরিক্ত যাত্রী বোঝাই করা নিষেধ করা হয়। এছাড়া লঞ্চ/ষ্পিডবোর্টের ইঞ্চিন ও বডি ফিটনেসের উপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সাথে প্রতিকূল আবহাওয়ায় গোপালপুর-মৈনট ঘাটের সমস্ত নৌযান চলাচল বন্ধ রাখার জন্য সভায় নির্দেশনা দেওয়া হয়।