সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়: ব্যারিস্টার কায়সার

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ পিএম
সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়: ব্যারিস্টার কায়সার

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সু-শৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিয়ে উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের দশভুজা মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

পুজা উদযাপন ফ্রন্ট দুর্গাপুর উপজেলা কমিটির আহবায়ক শুভেন্দু সরকার পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদের মাঝে আলোচনা করেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক প্রভাত সাহা, পুজা উদযাপন ফ্রন্ট পৌর শাখার আহবায়ক সুবল দে, পুজা উদযাপন পরিষদ পৌরশাখার সভাপতি সুরঞ্জন পন্ডিতসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি‘র নেতাকর্মীগণ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধম্মালম্বী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে উপজেলা ৬২টি পুজা মন্ডপে মিষ্টি ও প্রসাদ বিতরণ করা হয়। 

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্গাপুর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী এক জনপদ। যুগ যুগ ধরে এখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এবারও শারদীয় দুর্গাপুজা উৎসবমুখর ভাবে পালিত হচ্ছে। 

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনা রয়েছে, সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে পারেন। সে জন্য দলের নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি শারদীয় পুজা সুন্দর ভাবে সম্পন্ন করতে পারবো।

আপনার জেলার সংবাদ পড়তে