নওগাঁর মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বিকশিত নারী নেটওয়ার্কের মাসিক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সংগঠনের সভাপতি সাংবাদিক কাজী রওশন জাহান সভাপতিত্ব করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮ জন নারী নেত্রী এতে অংশ নেন। কর্মশালায় নারী নেতৃত্ব বিকাশ, বাল্য বিবাহ নিরোধ, যৌতুক, নারী নির্যাতন, নারীর ক্ষমতায়ন, নারীকে স্বাবলম্বী করে তোলা, সমাজসেবা প্রভৃতি বিষয়ে গত মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং নতুন মাসের কর্মসূচি গ্রহণ করা হয়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন দি-হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী হামিদুর রহমান, রেজাউল ইসলাম, নারী নেত্রী ও এনায়েতপুর ইউপি সদস্যা শেফালী বেগম, শিরিনা আকতার, আনোয়ারা বেগম, জয়নব আকতার, সুলতানা পারভীন, তপতি রাণী, শেফলী রানী, রোজিনা আকতার, নাজিরা বেগম, নাজমা বেগম, রশীদা বেগম, মোরশেদা বেগম প্রমুখ।