চাটমোহর সরকারি কলেজে অধ্যক্ষ মিজানের যোগদান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩০ পিএম
চাটমোহর সরকারি কলেজে অধ্যক্ষ মিজানের যোগদান

অবশেষে চাটমোহর সরকারি (অনার্স) কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান পুনরায় যোগদান করেছেন। উচ্চ আদালতের নির্দেশে ও শিক।ষা মন্ত্রণালয়ের আদেশের বলে তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

জানা গেছে,প্রায় পাঁচ বছর আগে একটি মামলার ঘটনায় অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে উচ্চ আদালত পর্যন্ত মামলার শুনানি হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে ও শিক্ষা সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মিজানুর রহমানকে পুনরায় চাটমোহর সরকারি (অনার্স) কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। 

এ বিষয়ে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন,‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণ না হওয়ায় উচ্চ আদালত ও রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আমাকে চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আমি সকল ভেদাভেদ ভুলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে আগামীর দিনে সর্বোচ্চ চেষ্টা করে যাব। প্রসঙ্গতঃ অধ্যক্ষ মিজানুর রহমান বরখাস্ত হলে উপাধ্যক্ষ আঃ মজিদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। আঃ মজিদ মারা গেলে সম্প্রতি সিনিয়র শিক্ষক কামাল মোস্তফা আফজালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে