দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গনে আতংকিত এলাকাবাসী

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গনে আতংকিত এলাকাবাসী

কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ৫,৬.৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চরম বিপাকে ও আতংকে রয়েছে। পদ্মা নদীর ভাঙ্গন চরমে উঠেছে, পদ্মার পানি নেমে যাওয়ার সাথে সাথে কোলদিয়ার গ্রামের নিচে প্রায় তিন কিলোমিটার নদীর পাড় নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে কিছু দিনের মধ্যে গ্রামটি নদীর মধ্যে বিলীন হয়ে যাবে। বর্তমানে পানির নেমে যাওয়ার সাথে সাথে ভাঙ্গন চরম আকার ধারণ করেছে, এর প্রতিরোধ না করলে অল্প সময়ের মধ্যেই কোলদিয়াড়, ভূারকাপড়া, হাটখোলাপাড়া এলাকার প্রায় তিন কিলোমিটার জমির ফসল, স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সচেতন এলাকাবাসী দ্রুত প্রতিরোধ চেয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে