কংগ্রেসে বাজেট বিল পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রে সরকার কার্যত অচল (শাটডাউন) হয়ে পড়েছে। এ পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে বড় করে লেখা হয়েছে, “ডেমোক্র্যাটরা সরকার বন্ধ করে দিয়েছে।”
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শাটডাউন চলাকালীন ফেডারেল কর্মক্ষেত্র থেকে ডেমোক্র্যাটদের চাকরিচ্যুত করা হতে পারে। তিনি বলেন, “ডেমোক্র্যাটরা সরকার বন্ধ করতে চাইলে ব্যাপক ছাঁটাই অনিবার্য হবে, আর ক্ষতিগ্রস্তদের বড় অংশই ডেমোক্র্যাট হবে।”
বাজেট বিল আটকে দিল ডেমোক্র্যাটরা
সিনেটে ডেমোক্র্যাটরা ট্রাম্পের বাজেট বিল আটকে দিয়েছে স্বাস্থ্যসেবায় ভর্তুকি বাড়ানো এবং মেডিকেডে কাটা অর্থ ফিরিয়ে আনার দাবিতে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে প্রায় ৪০ লাখ মানুষ অবিলম্বে স্বাস্থ্যসেবা হারাতে পারে, আর আরও ২ কোটি মানুষের চিকিৎসা খরচ বেড়ে যেতে পারে।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জট
বর্তমানে রিপাবলিকানদের হাতে সিনেটে ৫৩ আসন। বিল পাস করতে হলে তাদের ৬০ ভোট প্রয়োজন। ফলে কিছু ডেমোক্র্যাটকে পাশে টানা ছাড়া উপায় নেই।
শাটডাউনে কী ঘটছে?
যুক্তরাষ্ট্রে শাটডাউনের ফলে প্রায় ২৫ শতাংশ ফেডারেল কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাসপোর্ট প্রক্রিয়া থেকে শুরু করে বেতন পরিশোধ-অ-জরুরি অনেক সেবা বন্ধ হয়ে গেছে। তবে পুলিশ, এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো জরুরি সেবাগুলো চালু থাকলেও কর্মীরা বেতন ছাড়াই কাজ করছেন।
যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে বাজেট অচলাবস্থায় সরকার বন্ধ হয়ে যায়। জার্মানি, যুক্তরাজ্য বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে অন্তর্বর্তী অর্থায়নের ব্যবস্থা থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয় না।
সূত্র: আল-জাজিরা