রাজশাহীর বাঘায় স্কুল ছাত্র নিলয় হোসেন (১৫) নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি। নিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে তার পিতা মামুন হোসেন বাদি হয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাদি হয়ে বাঘা থানায় একটি সাধারণ ডাইরী করেন। নিয়ল হোসেন আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোচর মহল্লার ও রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, নিয়ল হোসেন ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর সে পড়তে না বসা দেখে তার দাদি মমতা বেগম খোঁজ করে। বিভিন্ন স্থানে খোঁজ করে পাওয়া যায়নি। ১ অক্টোবর পর্যন্ত সে বাড়ি ফিরে আসেনি।
তার গায়ের রং ফর্সা, গায়ে ছিল সাদা কালো রংয়ের গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তার দাদা নাজিম উদ্দিন। দাদার ব্যক্তিগত মোবাইল নম্বর ঃ ০১৭০৬০৩১০৮৬।
বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় ছবিসহ ম্যাসেজ দেওয়া হয়েছে।