যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যশোর জেলার প্রতিটি পূজামন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। এই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এমন কোন সম্ভাবনা নেই। তবে আমাদের উৎসবকে কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে ধর্ম বর্ণ র্নিবিশেষে আইনগতভাবে সবাই সম্মিলিত হয়ে তাদেরকে প্রতিহত করা হবে
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ পূজা দুর্গাপূজার মহা অষ্ঠমী উপলক্ষে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম মণিরামপুর উপজেলার দুটি পূজামন্ডপ পরিদর্শনের সময় এসব কথাগুলো বলেন। মঙ্গলবার রাতে তিনি মণিরামপুর উপজেলাধীন দোলখোলা দূর্গাপূজা মন্দির এবং বাবা বৈধ্যনাথ ধাম মন্দিরে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর পুলিশ সুপার রওনক জাহান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ক- সার্কেল আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল ইমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খাঁন, ওসি তদন্ত বদরুজ্জামান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন প্রমুখ।
মহাঅষ্টমী মন্ডপ গুলোতে লোকসমাগম অন্য দিনের তুলনায় অনেক বেশি, সকলে অত্যন্ত নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পূজা পালন করছে এবং সামনে দিনগুলোতে ভালভাবে পূজা পালন করে বিসর্জনের মাধ্যমে পূজা শেষ করার অহব্বান জানান।