গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক নমিনি ফারুক আলম সরকার। গত ৪ দিনে দুই উপজেলার ১৭ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সকল পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাঘাটা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, আলাউদ্দিন মন্ডল, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙা, জসিউল করিম পলাশ, আবু তাহের, শাহিনুর ইসলাম, সাদেকুর রহমান, সাজ্জাদুর রহমান বুলবুল, স্বপন শেখ, আনিছুর রহমান আনিছ, মোঃ হযরত আলী, মোঃ ঈদ্রিস আলী ঠান্ডু, আতিকুর রহমান, নজরুল ইসলাম বাবু, ওমর হোসেন, আব্দুল মমিন প্রমূখ।