চ্যানেল আই-এর ২৭ বছরে পদার্পণ উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম টাঙ্গাইলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার চ্যানেল আই দর্শক ফোরাম টাঙ্গাইলের সভাপতি হারুন আর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বক্তব্য প্রদান করেন আমার চ্যানেল আই দর্শক ফোরাম টাঙ্গাইলের সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, সাংস্কৃতিক ব্যক্তি ওয়াহেদ্জ্জুামান শিশির, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইলের সাধারণ সম্পাদক অরণ্য ইমতিয়াজ প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।