সারদীয় দুর্গা উৎসবে মহানবমীতে মন্দিরে মন্দিরে চলছে আরতি ও আরাধনা। ভক্তরা মাদেবীকে দর্শন করার জন মন্দিরে মন্দিরে ভীর করছে। স্থানীয় প্রসশানসহ রাজনৈতিক দলগুলে মন্দির ঘোরে ঘোরে মন্দিরে খোজ খবর নিচ্ছেন। গত রাতে ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এমপি প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ নেকাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ৬২ টি পুজঁ মন্দির পরিদর্শন করেছেন। জামায়াতো বসে নেই। জামায়েতের নেতারও মন্দির পরিদর্শন পুজাঁ কমিটির সাথে আলাপ আলোচন করে খোজ খবর নিচ্ছেন। মন্দিরগুলোতে প্রসাশনের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভালুকায় পরক্রিয়ার জেরে গৃহবধুর আত্নহ্যার অভিযোগ উঠেছে।