রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের সহস্রাধিক অসহায় রোগীকে বুধবার (১ অক্টোবর) সকালে বিনামূল্যে স্বাস্ব্যসেবা প্রদান করেছে খালিয়া সামাজিক উন্নয়ন ঐক্য পরিষদ। গ্রামের এ সকল অসহায় দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে ভিষণ আনন্দিত।
‘একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’- এই স্লোগান নিয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এই বিনামূল্যের মেডিকেল ক্যাম্প।
এই ক্যাম্পে শিশু, ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের প্রেসার পরীক্ষা করা হয়। সংগঠনটির সভাপতি মো: মাহবুবুর হুসাইন রিপনের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলামের সঞ্চালনায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ফরিদপুর প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক হাজী মো: ডা: আব্দুর রাজ্জাক।
স্বাস্থ্যক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারি অধ্যাপক ডা: খালিদ আহম্মেদ সাইফুল্লাহ পাপ্পু ও টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা: সরোজ কুমার মন্ডল। এদের সহযোগিতা করেন খালিয়া গ্রামের একাধিক সন্তান যারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যায়নরত আছেন। রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন চন্দনা ডায়াগণস্টিক সেন্টার।
ব্রেস্ট ক্যানসার আক্রান্ত খালিয়া গ্রামের বাসিন্দা লালমতী বেগম (৫৫) জানান, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। টাকার অভাবে তিনি চিকিৎসা সেবা নিতে পারছেন না। এখানে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের কথা শুনে এসেছেন। তিনি জানতে পেরেছেন এই ক্যাম্পে একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তাই তিনি পরামর্শ নেওয়ার জন্য এসেছেন।
গাড়াকোলা গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৭৮) জানান, বয়সের ভারে তিনি ঠিক মতো চলতে পারেন না। প্রায় ৬ মাস হতে চললো তার শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে। টাকার অভাবে তিনি চিকিৎসককে দেখাতে পারছেন না। এখানকার খবর পেয়ে তিনি তার সন্তানের সাথে এসেছেন। ডাক্তার তার কাছে অনেক কিছু শুনে ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন। এতে তার অনেক উপকার হয়েছে।
খালিয়া সামাজিক উন্নয়ন ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: ফরিদুজ্জামান বলেন, তাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। সমাজের অবহেলিত, দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন ধরণের সহযোগিতা করায় তাদের মূল উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় এবারের এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন।