নাটোরের লালপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আলী নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত শিশু মোহাম্মদ আলী উপজেলার গোপালপুর গুচ্ছগ্রামের আল-আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গোপালপুর গুচ্ছগ্রামের রাস্তার উপর খেলাধুলা করছিল শিশু মোহাম্মদ আলী। এ সময় দ্রুতগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহীতে নেয়ার পথেই শিশুটি মারা যায়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।