২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাজবাড়ী সদর উপজেলা হতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ১১০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাজবাড়ী সদর উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন। বুধবার (১ অক্টোবর) সকালে রাজবাড়ী পৌর অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টন্স এসোসিয়েশন (রাজবাড়ী পাবলিকিয়ান) এর সভাপতি স্কয়ার গ্রুপের অডিট প্রধান রাসেদুল ইসলামের সভাপতিত্বে ও জবির শিক্ষার্থী শাকিল মিয়া এবং ঢাবির শিক্ষার্থী নিশাত ফারজনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক ডিন ও চেয়ারম্যান অধ্যাপক খবিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সহযোগি অধ্যাপক ডা: মো: ইকবাল হোসেন, মাদারীপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক মাসুদুজ্জামান, ভাঙ্গা উপজেলার সাব রেজিস্ট্রার পারভেজ খান, সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম শাহজাহান সিরাজ, মাগুরার সহকারী জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস-ঐতিহ্য নিয়ে রম্য বির্তক আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। সংবর্ধিত সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।