তারেক রহমানের নির্দেশে কচুয়ায় পূজা মন্ডপে বিএনপি নেতা অনুদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ পিএম | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ পিএম
তারেক রহমানের নির্দেশে কচুয়ায় পূজা মন্ডপে বিএনপি নেতা অনুদান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁদপুরের কচুয়ার ৩৮টি দূর্গা পূজো মন্ডপে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোশাররফ হোসেনের ব্যাক্তিগত পক্ষ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

১ অক্টোবর বুধবার বিকালে কোয়া পোদ্দার বাড়ী এলাকায় মন্ডপ কমিটিগুলোকে এ অনুদান পৌঁছে দেয়ার তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম।

তিনি জানান, গত বছরের ন্যায় এবারো ৩৮টি পূজো মন্ডপের প্রতিটি পূজো মন্ডপকে সহায়তায় ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা পৌঁছে দিয়েছি। একই সাথে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো কচুয়া উপজলার পূজো মন্ডপ মনিটরিংয়ের জন্য ৫৫ সদস্যের ও পৌরসভায় ৩১ জন এবং ১২টি ইউনিয়নেও সমন্বয় করার জন্য আলাদা কমিটি করা হয়েছে।

তিনি আরও জানান, তারেক রহমানের নির্দেশনায় আমাদের নেতা মোশাররফ হোসেন সর্বদা কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছেন।একই সাথে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রচারনা চালাচ্ছেন। তাই অতীতের মতো এবারও এই কচুয়াবাসীর উন্নয়নে মোশাররফ হোসেনই ধানের শীষ প্রতীকের একমাত্র দাবীদার বলে মনে করছি।

এসময় চাঁদপুরের কচুয়া পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মনির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল খলিল, মোঃ সুমন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে