কোটচাঁদপুরের দলীয় নেতাকর্মিদের সাথে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাক্ষাত

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০৭:৩১ পিএম
কোটচাঁদপুরের দলীয় নেতাকর্মিদের সাথে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাক্ষাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বুধবার (১অক্টোবর) কোটচাঁদপুরের দলীয় নেতা কর্মিদের সাথে সোহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেন। এসময় তিনি বিএনপির অসুস্থ সাবেক উপজেলা সভাপতি সিরাজুল ইসলামের বাসায় তার সাথে দেখা করে  বর্তমান অবস্থার খোঁজ খবর নেন। এছাড়াও বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান মরহুম সিরাজুল হক সিরু মিয়ার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি দলীয় নেতা কর্মিদের উদ্দেশ্যে বলেন- আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি দলীয় মনোনয়ন চাইবো । দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করবো। না দিলে ধানের র্শীষ প্রতিক যেই পাক না কেন আমরা সকলেই এক হয়ে দলীয় প্রার্থীকে জয়ী করতে   আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমরা সকলে চেষ্টা করলে আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছাতে সহজ হবে। সময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকব বিশ্বাস, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সালাউদ্দীন বুলবুল সিডল, সাবেক ছাত্র নেতা সবুর খানসহ বিএনপির অসংখ্য নেতা কর্মিরা উপস্থিত ছিলেন । বিকালে তিনি মরহুর বিএনপি নেতা সিরাজুল হক সিরু মিয়া স্মৃতি টর্ণামেণ্টের খেলা উপভোগ করেন। সন্ধ্যার পর তিনি কোটচাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে