সিরাজদিখানে ওয়াজ দোয়া মাহফিল

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৪ এএম
সিরাজদিখানে ওয়াজ দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মা ফাতেমা মহিলা মাদরাসার আয়োজনে উপজেলার কাজীরবাগ বালুর মাটে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুরদুরান্তের ধর্মপ্রাণ হাজারো মুসলমান নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তবে মহিলাদের বসার আলাদা ব্যবস্থা ছিলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা, শ্রীনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও ইসলামপুর বস্ত্র ব্যবসায়ি সমিতির সদস্য সচিব আলহাজ্ব মমিন আলী। এ সময় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলার জাগুয়া ইউপি চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ খাঁন আজাদী।

মাদরাসা কমিটির সভাপতি হাজী আব্দুল হামিদ মিন্টুর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং মাদরাসার পরিচালক ডা. সেলিম চৌধুরীর পরিচালনায় আরো ওয়াজ করেন মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা হামিদুল্লাহ, মুফতি আফজাল হোসেন রব্বানী, মুফতি মাহমুদুল হাসান।

মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর (অবঃ) মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেয়াইন ইউপি সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি সমাজ সেবক মো. ফয়সাল মাঝি, উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন মোল্লা, মহিউদ্দিন আহমেদ, তুষার আহমেদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে