দিনাজপুরের হিলিতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছে হাকিমপুর পৌর বিএনপি। বুধবার সন্ধ্যায় হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁনের নেতৃত্বে নেতাকর্মীদের একটি দল হাকিমপুর পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে যান। সেখানে তারা পূজা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, বিএনপি নেতা ওয়েদুর রহমান রিপনসহ পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছিলেন।
হাকিমপুর পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান বলেন, ধর্ম যার রাষ্ট্র সবার, সকল ধর্মাবলম্বী যেন নির্বিঘ্নে তাদের উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে আমরা সবসময় পাশে থাকব। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানাই।
তিনি আরো বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে বিএনপি সকলের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।