নিকলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২ অক্টোবর, ২০২৫, ০৫:১১ পিএম | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০১:২৭ পিএম
নিকলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জের নিকলীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।  (০১-১০-২৫ ইং) বুধবার বিকেলে  নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন নিকলী উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম , বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন,উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসান ও সদস্য সচিব রনি আহমেদ,উপজেলা কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম মেম্বার, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক নাঈম, উপজেলা বিএনপি'র সহ কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মোহন মেম্বার, সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনির হোসেন এবং সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মোজাম্মেল হক সাজু, সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মোঃ শরীফ এবং মো: আনিসুর রহমান পলিন, উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, “খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কাজ থেকে দূরে রাখা সম্ভব। বিএনপি অতীতেও ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং আগামীতেও ক্রীড়ার উন্নয়নে পাশে থাকবে। 

তিনি আরো বলেন আগামী নির্বাচন নিয়ে দেশে একটি বিরাট ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রে অংশ হিসাবে পি আর পদ্ধতিতে বর্তমান সরকার নির্বাচন করতে চাচ্ছে পিয়ার বিষয়ে দেশের জনগণ অবগত নন তাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে অতীতে ষড়যন্ত্র হয়েছে বর্তমানে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ  থেকে মোকাবেলা করতে হবে।

টুর্নামেন্টে নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকার মোট  ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের ঢল নামে। খেলার মাঠ ও আশপাশের এলাকা উৎসুক জনতার উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান ইকবাল নিকলী উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় ক্রীড়ানুরাগীরা জানান, এ ধরনের টুর্নামেন্ট শুধু খেলোয়াড়দের প্রতিভা বিকাশেই নয়, গ্রামীণ জনপদে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার জেলার সংবাদ পড়তে