বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া" বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বিএনপির পার্টি অফিস থেকে বের হয়ে সারা বাজার প্রদিক্ষণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদের সভাপতি এমএ আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল বারী চাঁন মিয়া, ওলামাদলের সভাপতি সম্পাদকসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।