বাজিতপুরের এক চিকিৎসকের সরকারি অর্থ লুপাটের অভিযোগ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৫:১৩ পিএম
বাজিতপুরের এক চিকিৎসকের সরকারি অর্থ লুপাটের অভিযোগ

কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের ডা. এস.এম তৌহিদ আমিন, মেডিকেল অফিসার সরকারি অর্থ (বর্তমানে শিক্ষা ছুটিরত) লুপাটের অভিযোগ উটেছে। গত ২০২৪-২৫ অর্থ বছরের ক্লিনিক্যাল শাখায় ২১-২২ লক্ষ টাকার সরকারি বরাদ্ধ আসে। সে অর্থের কিয়ধংশ অর্থ আত্নসাৎ করেছে বলে অভিযোগ উটেছে। এছাড়া ৪র্থ শ্রেণির কর্মচারীদের পোশাক বাবদ ৫৫ হাজার টাকা, আসবাব পত্র ক্রয় বাবদ ৫০ হাজার টাকা, আইইউডি ও নরপ্লান্ট, কম্পিউটার, মনিহারী, বৈদুতিক ইত্যাদি বাবদ প্রায় ২০,৫০,০০০/- টাকা উঠিয়ে অফিস সহকারিকে নিয়ে আত্নসাৎ করেছেন বলে অভিযোগ উটেছে। সূত্র মতে আসবাব পত্র ক্রয় না করে পোশাক ও দেয়নি এবং স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি (ইমপ্রেষ্ট ফান্ড) প্রতি মাসে গড়ে ২/৩ তিনটি বাস্তব ক্লায়েন্ট হলেও সুকৌশলে বিএলটিএল কার্ড বানিয়ে গড়ে ২০/২৫ টি স্থায়ী পদ্ধতি ক্লায়েন্ট দেখিয়ে লক্ষ লক্ষ টাকার অবৈধ ভাবে বিল তৈরি করে নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। এছাড়া ভূয়া অস্থায়ী ইমপ্লানন ক্যাম্প, ভূয়া জটিলতা, ভূয়া এমএসআর ক্রয় ও ভূয়া ঔষধক্রয় দেখিয়ে বড় বড় অঙ্কের টাকা আত্নসাৎ হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাঠ কর্মচারীদের ভ্রমন ভাতার টাকা হতে বিভিন্ন বিভিন্ন খরচ দেখিয়ে ৫০% কমিশন হিসাবে রাখেন। বাজিতপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের ডা. এস.এম তৌহিদ আমিন, মেডিকেল অফিসার মোবাইলে তাকে পাওয়া যায় নি।

আপনার জেলার সংবাদ পড়তে