শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্মসচিব রথিন্দ্রনাথ

কর্মময় জীবন থেকে মানুষের সেবা করতে চাই

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৫:১৬ পিএম
কর্মময় জীবন থেকে মানুষের সেবা করতে চাই
রাজনীতি করার কোন বিলাস নেই। কর্মময় জীবন থেকে মানুষের সেবা করতে চাই। সকল মানুষ আমার কাছে সমান। পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্ম নেয় না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হয়। ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’। পরিশ্রমই মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করে। অলস মানুষের কাছে অলৌকিক মনে হয়। তবে সফলতার ক্ষেত্রে প্রথম শর্ত হলো প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম। এ কথা বলেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রথিন্দ্রনাথ দত্ত। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় নিজ বাড়ি রাজশাহীর বাঘা পৌরসভার নারায়ণপুর পূজামন্ডবের আঙ্গিনায় দরিদ্রদের মাঝে দুই হাজার পিচ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি অসিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে