গাজীপুরের কাপাসিয়ায় শত্রুতাবশত অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির ভাড়ায় চালিত টয়োটা হায়েস গাড়িটি পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায়। জানা যায়, উপজেলার দেইলগাঁও গ্রামের মোঃ ইসমাইল হোসেনের মালিকানাধীন হাইয়েস গাড়িতে গত বুধবার রাত ২ টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কে বা কারা রাতের অন্ধকারে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়, ফলে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ৩০ লাখ টাকা মূল্যের গাড়িটি ছিলো ইসমাইল হোসেনের আয়ের একমাত্র উৎস। উপার্জনের একমাত্র অবলম্বন পুড়ে যাওয়ায় ইসমাইল এখন দিশেহারা। তিনি মানুষিক ভাবে ভেঙে পড়েছেন। দীর্ঘদিন যাবত সে নিজেই গাড়িটি ভাড়া হিসাবে চালাতেন এবং প্রতিদিন বাড়ির পাশেই পার্কিং করে রাখতেন। তার এই ক্ষতিগ্রস্তে পরিবারে চলছে কান্নার রোল। এমন শত্রুতায় গ্রামবাসীও হতবাক হয়েছেন। এব্যাপারে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। এলাকাবাসী গাড়ি পুড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। খবর পেয়ে কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ঘটনাস্থলে ছুটে যান। এঘটনায় তিনি ইসমাইলের পরিবারকে শান্তনা দেন এবং তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এফ এম কামাল হোসেন ০২/১০/২০২৫ কাপাসিয়া, গাজীপুর।