বীরগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাক-মটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৬ এএম
বীরগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাক-মটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে পৌরশহরের হাটখোলা এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে গপেন কিস্কু (৪০) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারে আরও দুজন।

শুক্রবার (২৭ ডিসেম্বর ) রাত ৮টার দিকে বীরগঞ্জ- দিনাজপুর  মহাসড়কের হাটখোলা টু-স্টার হোটেল এর সামনে এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান,দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনের মধ্যে একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, দুমড়ে মুছরে যাওয়া মটরসাইকেলটি ফায়ার সার্ভিসের নিকট রয়েছে। 

নিহত গপেন কিস্কু  (৪০)  সাতোর  ইউনিয়নের ২৫ মাইল মাড়াপাড়া গ্রামের জহন কিস্কুর ছেলে। আহতরা হলেন: গপেন কিস্কুর স্ত্রী জয়ন্তী হেমরম ও তার ছেলে অজয় কিস্কু। 

এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঘতক ড্রাম ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে